আমাদের দেশে বেশির ভাগ সাইটের প্রিমেটিভ ফর্ম হচ্ছে স্ট্যাটিক ওয়েব সাইট। এসকল ওযেবসাইট কেবল মাত্র HTML দ্বারা তৈরী বা এডিট করা যায়। এসকল সাইটে কম তথ্য বা প্রেজেন্টেশন থাকে, অর্থাৎ ৫-১৫ টি পেজ থাকে এবং কোন ডেটাবেজ ম্যানেজমেন্ট এর দরকার হয়না। মূলত ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরি করা। ওয়েব ডিজাইনারের মূল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো বা সাইটটি দেখতে কেমন হবে তা নির্দিষ্ট করা, ডিজাইন করা। ওয়েব ডিজাইনাররা সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করে থাকেন।বতর্মানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করারজন্য প্রতিটি সাইটে ২০০ ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়।বিভিন্ন পারসোনাল সাইট, প্রমো সাইট, প্রেসেন্টেশন সাইট, ফটোগ্যালারী গুলো স্ট্যাটিক সাইট হয়। কিন্ত তার চেয়েও ব্যাপক পরিদি রয়েছে ডাইন্যামিক ওয়েব ডিজাইন এর যা স্ট্যাটিক এর চাইতেও বিশাল হয়। যেখানে থাকে সব কিছুই আনলিমিটেড জেমনঃ ছবি গ্যালারী, পাতা, ডিজাইন পরিবর্তন, ইচ্চেমত কাস্টমাইজ করার সুবিদা যার দরুন মার্কেটে রয়েছে ব্যাপক চাহিদা।

ডাইন্যামিক ওয়েব ডিজাইন বৈশিষ্ঠ্য
Dynamic Web Design
 মূল্যঃ ১৫০০০/-
অর্ডার করতে ক্লিক করুনঅর্ডার করুন
  • পাতা সংখ্য- আনলিমিটেড
  • ফ্ল্যাস ব্যানার
  • আনলিমিটেড ফটো গ্যালারি
  • সাইট সার্চ অপশন
  • যোগাযোগের জন্য ফ্রম
  • ৫০টি ই-মেইল
  • ৫০০০ মেগাবাইট স্পেস
  • কোয়েরি অপশন
  • ২৫০০০ জিবি ব্যান্ডউইথ
  • ফ্রি-সাপোর্ট- ১২ মাস
  • ফেসবুক ফ্যান পেজ
  • ডাইন্যামিক ওয়েব ডিজাইন
  • এক বছর ডোমেইন সেবা

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ- ০১৭১১-৩২৪৬৬০  //   ০১৭৩৫-৩১৪১৫১