অনেক দিন ধরেই অনেকে জিজ্ঞাসা করে আসছিলেন ব্যানার ও বাটন তৈরি সম্পর্কে। ব্লগিং জিনিসটা আমার কাছে মজার বিষয়। আর এই ব্লগিং করতে গিয়ে কত কিছুর সাথে পরিচিত হয়েছি তা নিজেই জানি না। ব্লগিং এ জনপ্রিয়তা পাবার জন্য অনেকে হ্যাকিং নিয়ে টিউন করেন। হ্যাকিং এবং এন্টিভাইরাস এই দুটোর প্রতি সবার আগ্রহ একটু বেশী। অবশ্য এদিক থেকে আমি একটু পিছিয়ে। আবার টপিকের বাইরে চলে যাচ্ছি, থাক এবার টপিকে ফিরে আসি।
Sothink Swf Easy হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে আপনি যা যা তৈরি করতে পারবেন তা হল-
- ব্যানার
- ওয়েব বাটন
- ওয়েব মেনু
- ফটো এলবাম
Sothink Swf Easy ব্যবহার করে আপনি যে যে ফরমেটে ফাইল এক্সপোর্ট করতে পারবেন তা হল-
- *.avi
- *.swf
- *.gif
Sothink Swf Easy সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। এইটা ফাটাফাটি একটি সফটওয়্যার। এটিতে যে সব টেমপ্লেট গুলো আছে সব গুলো ফাটাফাটি। আপনি Sothink Swf Easy তাদের অফিসিয়াল সাইট থেকে কিনে নিতে পারেন। তবে যাদের কিনার মত সামর্থ্য নেই তারা নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। আর এটি ব্যবহার করে মজা পেলে অবশ্যই জানাবেন। আর টিউনটি ভাল লাগলে নিচে অবশ্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ।